জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ৫ আগস্ট গণবিপ্লবের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে বাংলাদেশেকে নিয়ে সকল মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাছর ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় নাসরীন, ছাত্তার ও রওশন আরা (নাছর) ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশে লুটপাট, দুঃশাসন আর ভোটডাকাতি হয়েছে। আগামীদিনের বাংলাদেশ দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাতমুক্ত উদার গণতান্ত্রিক, মানবিকমূল্যবোধে বিশ্বাসী, আইনের শাসন ও সাম্যের বাংলাদেশ হবে। আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছি। এদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখছি। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি জালেম, ভোট ডাকাত, ফ্যাসিস্টের বিরুদ্ধে। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। এই সংগ্রাম করার কারণে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা, গুম-খুনের শিকার হয়েছেন। আমাদের ৩৮ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন হাজতে ভরে রাখা হয়েছে। আমরা গর্ব ও অহংকার করি, এত জুলুম নির্যাতনের পরেও বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি।
নাছর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা এ এস এম আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজু।