ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ : প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। সহকারী গ্রন্থাগারিক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আবু হানিফ।

আলোচনা সভার শেষে মহান বিজয় দিবস ২০২৪ এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের ক্যাটালোগার মো. আব্দুর রশিদ, সাংবাদিক খাদেমুল ইসলাম ও তারেক মাহমুদ। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আতাউর রহমান একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য বই পাঠ করার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বই পড়ার অভ্যাস পাঠচক্রকে উৎসাহিত করবে। বই পড়ার অভ্যাস মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। গ্রন্থাগারের বই পাঠ ছাত্র-ছাত্রীদের চেতনাকে বিকশিত করবে, জ্ঞান অর্জন হবে, মূল্যবোধের বিকাশ ঘটবে। তিনি বলেন, বই পড়ার গুরুত্ব অনেক বেশি, বই পাঠ বাস্তবতাকে শেখাবে, জগত সম্পর্কে ধারণা দিবে। সবাইকে লক্ষ্য স্থির করে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে থাইল্যান্ডে ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু

দেওয়ানগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। সহকারী গ্রন্থাগারিক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আবু হানিফ।

আলোচনা সভার শেষে মহান বিজয় দিবস ২০২৪ এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের ক্যাটালোগার মো. আব্দুর রশিদ, সাংবাদিক খাদেমুল ইসলাম ও তারেক মাহমুদ। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আতাউর রহমান একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য বই পাঠ করার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বই পড়ার অভ্যাস পাঠচক্রকে উৎসাহিত করবে। বই পড়ার অভ্যাস মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। গ্রন্থাগারের বই পাঠ ছাত্র-ছাত্রীদের চেতনাকে বিকশিত করবে, জ্ঞান অর্জন হবে, মূল্যবোধের বিকাশ ঘটবে। তিনি বলেন, বই পড়ার গুরুত্ব অনেক বেশি, বই পাঠ বাস্তবতাকে শেখাবে, জগত সম্পর্কে ধারণা দিবে। সবাইকে লক্ষ্য স্থির করে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।