ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী প্রগতি আন্দোলনের পুরোধা রাজিয়া খাতুনের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল চায় বিক্ষোভকারীরা মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত তামাক ব্যবহারে দেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় গ্রামীণ টেলিকমের লভ্যাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান : শ্রম উপদেষ্টা উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ নিজেকে সর্বকালের সেরা দাবি রোনালদোর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ গাজা দখলের ঘোষণায় সৌদি আরবের কঠোর অবস্থান পুর্নব্যক্ত যুবরাজের গাজার নিয়ন্ত্রণভার নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

৩ ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে প্রথম সেমিতেই খেলবে ভারত।

ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে।

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

জনপ্রিয় সংবাদ

নারী প্রগতি আন্দোলনের পুরোধা রাজিয়া খাতুনের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

৩ ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে প্রথম সেমিতেই খেলবে ভারত।

ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে।

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।