ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুরে অভিনেত্রী শাওন ও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ জামালপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি পেশ জামালপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি বকশীগঞ্জে তিন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র-জনতা জামালপুর জিয়াউর রহমান ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসবের মতবিনিময় সভা নারী প্রগতি আন্দোলনের পুরোধা রাজিয়া খাতুনের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল চায় বিক্ষোভকারীরা মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত তামাক ব্যবহারে দেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে : জামালপুরে বিভাগীয় কমিশনার

জামালপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

নবাগত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সাথে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার জামালপুর জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে এবং অন্তর্বর্তীকালিন সরকারকে বিপদে ফেলতে পতিত সরকারের লোকজন ও তাদের দোসররা নানাভাবে চক্রান্ত করছে। এ চক্রান্ত রুখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ফেসবুকের মাধ্যমে, লিফলেট বিতরণ করে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করছে। তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়।

প্রধান অতিথি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী একযোগে কাজ করতে হবে। সরকারের অন্যান্য দপ্তরগুলোকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম, জামালপুর বিজিবি অধিনায়ক লে. কর্ণেল হাসান, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর এখলাস প্রমুখ।

জামালপুর : শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

সকালে তারুণ্য উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সদর ভূমি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে তারুণ্যমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। মেলায় পাটজাত পণ্য, নকশিকাঁথা, কাঁসাশিল্প, নার্সারি, কুটির শিল্প, বই এর স্টল, মধুসহ বিভিন্ন পণ্যের স্টল স্থান পায়। পাঁচদিনব্যাপী মেলার মঞ্চে প্রতিদিন বিকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজক সূত্র জানায়।

জেলা প্রশাসন তারুণ্য উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রা আয়োজনে সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ব্যবস্থাপনার ক্ষেত্রে জেলা প্রশাসনকে সহায়তা করে।

জনপ্রিয় সংবাদ

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে : জামালপুরে বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৯:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

নবাগত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সাথে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার জামালপুর জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করতে এবং অন্তর্বর্তীকালিন সরকারকে বিপদে ফেলতে পতিত সরকারের লোকজন ও তাদের দোসররা নানাভাবে চক্রান্ত করছে। এ চক্রান্ত রুখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ফেসবুকের মাধ্যমে, লিফলেট বিতরণ করে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করছে। তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়।

প্রধান অতিথি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী একযোগে কাজ করতে হবে। সরকারের অন্যান্য দপ্তরগুলোকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম, জামালপুর বিজিবি অধিনায়ক লে. কর্ণেল হাসান, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর এখলাস প্রমুখ।

জামালপুর : শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

সকালে তারুণ্য উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সদর ভূমি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে তারুণ্যমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। মেলায় পাটজাত পণ্য, নকশিকাঁথা, কাঁসাশিল্প, নার্সারি, কুটির শিল্প, বই এর স্টল, মধুসহ বিভিন্ন পণ্যের স্টল স্থান পায়। পাঁচদিনব্যাপী মেলার মঞ্চে প্রতিদিন বিকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজক সূত্র জানায়।

জেলা প্রশাসন তারুণ্য উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রা আয়োজনে সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ব্যবস্থাপনার ক্ষেত্রে জেলা প্রশাসনকে সহায়তা করে।