“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে জামালপুরে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী কাবাডি খেলায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা বনাম ইসলামপুর উপজেলা বালিকা দল। অপরদিকে হ্যান্ডবল প্রীতি ম্যাচে বালক ও বালিকা দলের খেলায় অংশ নেয় জামালপুর ক্রীড়া সংস্থা বনাম জামালপুর ক্রীড়া অফিস। বালিকাদের কাবাডি খেলায় ইসলামপুর উপজেলাকে পরাজিত করে জামালপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবল বালক জামালপুর ক্রীড়া অফিসকে পরাজিত করে জামালপুর ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।
জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা যুব কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, কাবাডি খেলা গ্রামীণ সংস্কৃতির একটি খেলা। কাবাডি খেলা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি খেলা। পূর্বপুরুষ থেকে শুরু করে, বর্তমান প্রজন্ম এই খেলার সাথে সম্পৃক্ত আছে। এই খেলাটি গ্রামীণ পর্যায়ে জনগণ স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়ে থাকে। জামালপুরের ছেলে-মেয়েরা খেলার ক্ষেত্রে তাদের কৃতিত্বে অসাধারণ। সারাদেশের মানুষ তাদেরকে চিনে। খেলার জগতে জামালপুর বিখ্যাত। জামালপুর জেলায় এই খেলাটি অব্যহত থাকুক। সবাই যেন সক্রিয়ভাবে এই খেলায় অংশ নেয় এটা আমরা চাই।
তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের লক্ষ্য হল যুব সমাজ যাতে মাদক থেকে শুরু করে যেকোনো অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকে। খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকবে, শারীরিক ও মানসিক বিকাশ গড়বে এই চেতনা ধারণ করে একটি ঐক্যবদ্ধ জাতীয় চেতনা তৈরি করাই হল আমাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন আলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।