শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী মো. সয়ন আল-হাসান সাকীর উপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে কাকিলাকুড়া বাজার ও শ্রীবরদী উপজেলা সদরে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ইউনিয়ন স্থানীয় সমাজসেবক আনোয়ারুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল হোসেন মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম রেজুয়ান, সিদ্দিকুর রহমান ও আবু রায়হানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় সন্ত্রাসী হামলার মূলহোতা মো. শাহজাহান ও মো. ফকির হোসেনকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।