সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার ২৭ জানুয়ারি সোমবার বিকালে ঢাকায় ফিরেছেন। দুই বছরের চুক্তিতে পুনরায় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হয়ে কাজ করবেন তিনি। ছুটি কাটিয়ে ফিরেছেন। ২০২৬ সালে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। একই বছর অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ নারী ফুটবলের বড় আসর। তার আগে বাছাইয়ে খেলতে হবে বাংলাদেশকে।
শোনা যাচ্ছে চার গ্রুপে খেলা হবে। গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পাবে বাংলাদেশ, সেটি নিশ্চিত হয়ে যাচ্ছে বাফুফে। শক্তিশালী দেশের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুতিটাও ঠিকঠাক করতে কঠোর নিয়মের মধ্যে দলটাকে রাখতে চায় বাফুফে। কিন্তু নারী ফুটবল ক্যাম্পে এমন দুই-এক জন ফুটবলার রয়েছেন, যারা পুরো দলের মধ্যে অস্থিরতা তৈরি করেন বলে গুঞ্জন।
নেপালে সাফে খেলতে গিয়ে খেলোয়াড় এবং ইংলিশ কোচ পিটার বাটলারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই সংকট কাটিয়ে বাংলাদেশ দল সাফে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। তবে এখনো পুরোনো সংকট নাকি দূর হয়নি। গুঞ্জন রয়েছে খেলোয়াড়দের অনেকে পিটারকে কোচ হিসেবে মেনে নিতে পারছেন না। বলা হয় পিটার সিনিয়রদের গুরুত্ব দেন কম। জুনিয়রদেরকে এগিয়ে আনার পথ খুলতে চান পিটার। এই ভদ্রলোক ইংলিশ ফুটবলে খেলেছেন। পুরুষ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরোর চেয়ে অনেক বেশি হাই প্রোফাইল কোচ। কিন্তু তার প্রতি এত অনীহা কেন বোঝা গেল না। পিটার বাংলাদেশে এসেছিলেন বাফুফের একাডেমির কোচ হয়ে। নারী দলের কোচ সংকটে পিটার আপৎকালীন দায়িত্ব পালন করে চ্যাম্পিয়ন করিয়েছেন বাংলাদেশকে। পুনরায় সেই কোচকেই চুক্তি করল বাফুফে।
গতকাল বিকালে পিটার যখন ঢাকা পা রাখেন, তখন বাফুফে ভবনে নারী দলের সিনিয়রদের সঙ্গে কথা বলছিলেন কিরন। জানিয়ে দিয়েছেন আগামী ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে। তবে সেটি ফিফা ম্যাচ হবে না। ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে তোমরা। সেভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সিনিয়র ফুটবলারদেরকে। ইংলিশ কোচকে সুন্দরভাবে মেনে নিতে সাবিনাদেরকে ডেকে যা বলার বলে দিয়েছেন।
মাসুরা পারভিন ভুটানে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে সেখানে তার খেলা হচ্ছে না। বাফুফে চাইছে এশিয়ান কাপের বাছাইয়ে তাদের সব ফুটবলার যেন পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারে। ফুটবলারদের বেতনের বিষয়ে সবকিছু চূড়ান্ত করবেন সভাপতি তাবিথ আউয়াল। তিনি লন্ডনে অবস্থান করছেন। ফিরলে চুক্তি সম্পন্ন হবে।