আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৮তম জাতীয় সম্মেলন ২৪-২৫ জানুয়ারি রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়েটিভ এপেক্স মীরপুর ক্লাবের আয়োজনে দু’দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে ১৪৪টি ক্লাবের ডেলিগেটবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংগঠনের ২০২৫ ও ২০২৬ সালের জন্য নেতা নির্বাচিত করেন। এ বছর জাতীয় সভাপতি হিসাবে এপেক্সিয়ান এম মনিরুল ইসলাম ভূঁইয়া ও জাতীয় সহ-সভাপতি পদে এপেক্সিয়ান এম বেলাল হোসেন নির্বাচিত হন।
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ সেবা, সৌহার্দ্য, সুনাগরিক এই মটো নিয়ে সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যাণে বাংলাদেশে ১৪৪টি ক্লাবের মাধ্যমে বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং দরিদ্র পরিবারের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক সংগঠন এপেক্স বাংলাদেশ এর কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এ সংগঠন সমাজের কম ভাগ্যবান মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে ভবিষ্যতেও কাজ করে যাবে এটা আমার প্রত্যাশা।
জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ এনামুল হক মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন এপেক্স গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান এলজিপিএনপি এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এপেক্সি মালয়েশিয়ার আইপিএনপি এপেক্সিয়ান বিনকারোনানিধি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক, এলজিপিএনপি এপেক্সিয়ান প্রফেসর কুদরত-ই-খুদা, আইপিএনপি এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, এলজিপিএনপি এপেক্সিয়ান নিজামউদ্দিন পিন্টু, এলজি এপেক্সিয়ান ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ।