ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫,৪৫২.৪২ কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন ইসলামপুর উপজেলা হাসপাতালে রোগীদের ইফতার করালেন বিএনপি নেতা বিপুল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল ভাটারা জামে মসজিদের নির্মাণ কাজ শুরু চেয়ারম্যান পলাতক, প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য আলমগীর বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে মিত্রদের আহ্বান জেলেনস্কির পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকান ফিরছেন পোপ স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল শুরু চ্যাম্পিয়ন কলকাতার
মাসুদের বিরুদ্ধে বালু ও নেশা পাচারের অভিযোগ আছে : ওসি শ্রীবরদী থানা

ইজারা বহির্ভূতভাবে চলছে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

শেরপুর : শ্রীবরদী উপজেলা সীমান্ত এলাকা থেকে উত্তোলন করা হয় লাল বালু। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর সীমান্তে বিএনপির নাম ভাঙিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে মূল্যবান লাল বালু উত্তোলন ও মাদক পাচার করছে বলে অভিযোগ উঠেছে। ভয়ংকর এসব অপরাধীদের ভয়ে সাংবাদিকেরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপর চোরাকারবারীরা চড়াও হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের লোকজন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সাথে জড়িত। পরিবেশবাদী সংগঠনের নেতারা পাহাড় কেটে বালু উত্তলনে উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা বিএনপি থেকে বলা হয়েছে, চোরাকারবারীদের সাথে তাদের কোন সম্পর্ক নেই। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, প্রশাসনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, বিএনপির কোন কমিটিতে নাম নেই আবার অনেকে সাবেক হয়েছেন, এরাই এখন বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাকে বালু উত্তোলন, সীমান্তের উপারে ভারত থেকে মদ, ফেনসিডিল এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাচার করে বিএনপির বারোটা বাজাচ্ছেন।

শেরপুর : শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা। সেখান থেকেই অবৈধভাবে লাল বালু উত্তোলন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রীবরদী উপজেলার সীমান্ত মেঘাদল, বাবলাকুনা, হারিয়াকোনা গ্রামের লোকজন জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মী পরিচয়ে শেরপুর গাড়ো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। প্রতি রাতেই লাল বালুর ট্রাকে করে ভারতীয় মদ, ফেনসিডিল এবং অন্যান্য মাদক পাচার করেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। চোরাকারবারীরা কাউকে টাকা দিয়ে কাউকে ভয় ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে প্রতিদিন লাখ লাখ টাকার সরকারি সম্পদ লুট করাসহ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কর্ণঝোরা পাছ মেঘাদল গ্রামের উজ্জল বলেন, এই সীমান্ত এলাকায় অনেকেই চোরাকারবারীর সাথে জড়িত। তবে বর্তমানে কর্ণঝোরা গ্রামের আজিজুল হক মেম্বারের ছেলে মাসুদ ৫ আগস্টের পর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছেন। তারা প্রশাসনকে মেনেজ করে এটা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের একজন নেতা বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি ফজলুল হক চাঁনের ভাতিজা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের ছত্রছায়ায় সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু রায়হান বাবুল এবং মাসুদ ও তার বাহিনী সীমান্ত অঞ্চলে অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এদিকে বদনাম হচ্ছে পুরো বিএনপির। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ায় কারও কাছে আমরা বিচারও দিতে পারছি না।

অভিযোগ প্রসঙ্গে মাসুদ বলেন, আমি কোন অপরাধের সাথে জড়িত নই। ১৭ বছর আওয়ামী লীগের সময়ে ১৭টি মামলা খেয়েছি। জেল জুলুম খেটেছি। তিনি নিজেকে সাবেক ছাত্রদল ও বর্তমান স্থানীয় যুবদল নেতা দাবি করেছেন।

সাবেক বিএনপি নেতা আবু রায়হান বাবুল বলেন, মাসুদের সাথে বালু উত্তোলনের ব্যাপারে আমার কোন সম্পর্ক নেই। তবে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং জেলা বিএনপির সমস্থ নেতাকর্মীদের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে।

আরও জানা যায়, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার একদল সাংবাদিক স্থানীয় বালুদস্যু মাসুদ ও বাবুল চেয়ারম্যান বাহীনির কবলে পড়ে। এ নিয়ে ১৫ জনের নামে উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার।

শেরপুর : শ্রীবরদী উপজেলা সীমান্তে উত্তোলন করা বালু ট্রাকে করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ছবি : বাংলারচিঠিডটকম

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিল শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারণ করেছি। সীমান্ত এলাকার প্রভাবশালী বালুদস্যু মাসুদ ও তার বাহিনী প্রতি রাতেই মেঘালয় সীমান্ত ছুঁইছুঁই এলাকা থেকে ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলন, মদ, ফেনসিডিল পাচার করে থাকে। ট্রাকে মাদক পাচারকালীন সময়ে ভিডিও ধারণ করলে চোরাকারবারীদের ক্রোধে শিকার হতে হয়।

রাতে সীমান্তে পাছ মেঘাদল গ্রামে ঢাকা কেরানীগঞ্জ থেকে বালু নিতে আসা একজন ড্রাইভার বলেন, আমাদের চারটি ট্রাক হালুয়াঘাটে সার নামিয়ে এখানে এসেছি লাল বালু নিতে। আমাদের মহাজন মাসুদের নাম্বার দিয়েছেন তার সাথে যোগাযোগ করার জন্য।

শ্রীবরর্দী পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক অকুল চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেছেন, ওরা বালু ও মাদক ব্যবসায়ী। বিএনপির সাথে ওদের কোন সম্পর্ক নেই। আমরা বারবার প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, মাসুদসহ অন্যান্য অপরাধীদের নামে আমার থানায় ২৩ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মাসুদের নামে কোন রাজনৈতিক মামলা ছিল কি না সেটা দেখতে হবে। তবে মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বালু ও নেশা পাচারের অভিযোগ আছে। আগে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকারবারীরা বাঁধা সৃষ্টি করেছে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত বছরের ৯ আগস্ট থকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত মোট ৩৯টি অভিযান পরিচালনা এবং মাসুদের চাচা আকবরকে ছয় মাসের জেল ও ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ বাদী সংগঠন সেভ হিউম্যানিটি ইন্টারাপ্টেড নেচারের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, পাহাড় খুড়ে যেভাবে বালুদস্যুরা লাল বালু লোপাট করছে তাতে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ এবং ভারসাম্য অচিরেই ধ্বংস হয়ে যাবে। সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শ্রীবরদী উপজেলার সীমন্ত এলাকায় বালু মহাল ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামলা জেল জরিমানা করা হচ্ছে। প্রশাসনের কোন কর্মকর্তা বালু উত্তোলনের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫,৪৫২.৪২ কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন

মাসুদের বিরুদ্ধে বালু ও নেশা পাচারের অভিযোগ আছে : ওসি শ্রীবরদী থানা

ইজারা বহির্ভূতভাবে চলছে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

আপডেট সময় ১২:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

শেরপুর সীমান্তে বিএনপির নাম ভাঙিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে মূল্যবান লাল বালু উত্তোলন ও মাদক পাচার করছে বলে অভিযোগ উঠেছে। ভয়ংকর এসব অপরাধীদের ভয়ে সাংবাদিকেরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের উপর চোরাকারবারীরা চড়াও হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের লোকজন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সাথে জড়িত। পরিবেশবাদী সংগঠনের নেতারা পাহাড় কেটে বালু উত্তলনে উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা বিএনপি থেকে বলা হয়েছে, চোরাকারবারীদের সাথে তাদের কোন সম্পর্ক নেই। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, প্রশাসনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, বিএনপির কোন কমিটিতে নাম নেই আবার অনেকে সাবেক হয়েছেন, এরাই এখন বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাকে বালু উত্তোলন, সীমান্তের উপারে ভারত থেকে মদ, ফেনসিডিল এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাচার করে বিএনপির বারোটা বাজাচ্ছেন।

শেরপুর : শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা। সেখান থেকেই অবৈধভাবে লাল বালু উত্তোলন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রীবরদী উপজেলার সীমান্ত মেঘাদল, বাবলাকুনা, হারিয়াকোনা গ্রামের লোকজন জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মী পরিচয়ে শেরপুর গাড়ো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। প্রতি রাতেই লাল বালুর ট্রাকে করে ভারতীয় মদ, ফেনসিডিল এবং অন্যান্য মাদক পাচার করেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। চোরাকারবারীরা কাউকে টাকা দিয়ে কাউকে ভয় ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে প্রতিদিন লাখ লাখ টাকার সরকারি সম্পদ লুট করাসহ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কর্ণঝোরা পাছ মেঘাদল গ্রামের উজ্জল বলেন, এই সীমান্ত এলাকায় অনেকেই চোরাকারবারীর সাথে জড়িত। তবে বর্তমানে কর্ণঝোরা গ্রামের আজিজুল হক মেম্বারের ছেলে মাসুদ ৫ আগস্টের পর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছেন। তারা প্রশাসনকে মেনেজ করে এটা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের একজন নেতা বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি ফজলুল হক চাঁনের ভাতিজা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের ছত্রছায়ায় সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু রায়হান বাবুল এবং মাসুদ ও তার বাহিনী সীমান্ত অঞ্চলে অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এদিকে বদনাম হচ্ছে পুরো বিএনপির। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ায় কারও কাছে আমরা বিচারও দিতে পারছি না।

অভিযোগ প্রসঙ্গে মাসুদ বলেন, আমি কোন অপরাধের সাথে জড়িত নই। ১৭ বছর আওয়ামী লীগের সময়ে ১৭টি মামলা খেয়েছি। জেল জুলুম খেটেছি। তিনি নিজেকে সাবেক ছাত্রদল ও বর্তমান স্থানীয় যুবদল নেতা দাবি করেছেন।

সাবেক বিএনপি নেতা আবু রায়হান বাবুল বলেন, মাসুদের সাথে বালু উত্তোলনের ব্যাপারে আমার কোন সম্পর্ক নেই। তবে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং জেলা বিএনপির সমস্থ নেতাকর্মীদের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে।

আরও জানা যায়, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার একদল সাংবাদিক স্থানীয় বালুদস্যু মাসুদ ও বাবুল চেয়ারম্যান বাহীনির কবলে পড়ে। এ নিয়ে ১৫ জনের নামে উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার।

শেরপুর : শ্রীবরদী উপজেলা সীমান্তে উত্তোলন করা বালু ট্রাকে করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ছবি : বাংলারচিঠিডটকম

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিল শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারণ করেছি। সীমান্ত এলাকার প্রভাবশালী বালুদস্যু মাসুদ ও তার বাহিনী প্রতি রাতেই মেঘালয় সীমান্ত ছুঁইছুঁই এলাকা থেকে ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলন, মদ, ফেনসিডিল পাচার করে থাকে। ট্রাকে মাদক পাচারকালীন সময়ে ভিডিও ধারণ করলে চোরাকারবারীদের ক্রোধে শিকার হতে হয়।

রাতে সীমান্তে পাছ মেঘাদল গ্রামে ঢাকা কেরানীগঞ্জ থেকে বালু নিতে আসা একজন ড্রাইভার বলেন, আমাদের চারটি ট্রাক হালুয়াঘাটে সার নামিয়ে এখানে এসেছি লাল বালু নিতে। আমাদের মহাজন মাসুদের নাম্বার দিয়েছেন তার সাথে যোগাযোগ করার জন্য।

শ্রীবরর্দী পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক অকুল চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেছেন, ওরা বালু ও মাদক ব্যবসায়ী। বিএনপির সাথে ওদের কোন সম্পর্ক নেই। আমরা বারবার প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, মাসুদসহ অন্যান্য অপরাধীদের নামে আমার থানায় ২৩ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মাসুদের নামে কোন রাজনৈতিক মামলা ছিল কি না সেটা দেখতে হবে। তবে মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বালু ও নেশা পাচারের অভিযোগ আছে। আগে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকারবারীরা বাঁধা সৃষ্টি করেছে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত বছরের ৯ আগস্ট থকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত মোট ৩৯টি অভিযান পরিচালনা এবং মাসুদের চাচা আকবরকে ছয় মাসের জেল ও ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ বাদী সংগঠন সেভ হিউম্যানিটি ইন্টারাপ্টেড নেচারের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, পাহাড় খুড়ে যেভাবে বালুদস্যুরা লাল বালু লোপাট করছে তাতে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ এবং ভারসাম্য অচিরেই ধ্বংস হয়ে যাবে। সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শ্রীবরদী উপজেলার সীমন্ত এলাকায় বালু মহাল ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামলা জেল জরিমানা করা হচ্ছে। প্রশাসনের কোন কর্মকর্তা বালু উত্তোলনের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।