জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গাছ পড়ে গাছকাটা শ্রমিক আব্দুল মজিদ ( ৫৫) নিহত হয়েছেন। ২৫ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মণ্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সেই লক্ষ্যে রশি টেনে ধরেন। এ সময় আব্দুল মজিদের মাথায় গাছের একটি ডাল পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।