ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল : হাবিব উন নবী খান সোহেল বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আদালত, প্রসিকিউশন, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কাজ করলে জনগণ ন্যায়বিচার পাবে : আইন উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে কোন দুষ্কৃতকারী যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনা শীর্ষ অটো প্রতিষ্ঠান বিওয়াইডি এআই ডিপসিক প্রযুক্তির গাড়ি আনছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রী নির্বাচিত অঘোষিত সেমিফাইনালে ১২ ফেব্রুয়ারি মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু জিলবাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে সিপিবির গণতন্ত্র অভিযাত্রা শুরু

জামালপুর : গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি উপলক্ষে তমালতলা মোড়ে সিপিবি জেলা শাখার সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গণহত্যা হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র তিনদিনব্যাপী গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়েছে।

গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি উপলক্ষে ২৫ জানুয়ারি শনিবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের তমালতলা মোড়ে জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়। পথে দয়াময়ী মোড় এবং গেইটপাড়ে পথসভা শেষে অভিযাত্রা সরিষাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

তমালতলা মোড়ে সমাবেশ ও পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা শাখার সভাপতি মোজাহারুল হক মোজা। যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম মাফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি আলী আককাছ ও সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

সমাবেশ ও পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে বৈষম্যবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে।

তারা বলেন, বিগত সরকারের শাসনামলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গিয়েছিল। বেকারত্বের হার বেড়েই চলেছিল। এই ধারা অন্তবর্তীকালীন সরকার এখনও অব্যাহত রেখেছে। আমরা দেখছি কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেলেও ফসলের প্রকৃত দাম পাচ্ছে না। শ্রমজীবী-মেহনতী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু হয়নি। অন্যদিকে ভ্যাট বৃদ্ধির নামে আরেক দফা নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শুধু মূল্যবৃদ্ধি নয়, সারাদেশে সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। মাজারে ও আদিবাসীদের উপর হামলা হয়েছে।

তারা বলেন, বিগত সরকারের সময় পরপর তিনটি নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের গণতন্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে ফেলা হয়েছে। এ কারণেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান বক্তারা। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার কার্যকর করারও দাবি জানান বক্তারা।

গণতন্ত্র অভিযাত্রা প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলসহ বিভিন্ন দাবিতে তিনদিনব্যাপী গণতন্ত্র অভিযাত্রা শুরু করেছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশেই এই অভিযাত্রা শুরু হয়েছে। আমরা জেলা শহর থেকে শুরু করে সরিষাবাড়ীসহ প্রতিটি উপজেলায় পথসভা, মিছিল, লিফলেট বিতরণ করে ২৭ জানুয়ারি সোমবার পুনরায় জামালপুর শহরে এই কর্মসূচি শেষ করা হবে।

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল : হাবিব উন নবী খান সোহেল

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে সিপিবির গণতন্ত্র অভিযাত্রা শুরু

আপডেট সময় ০৯:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গণহত্যা হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র তিনদিনব্যাপী গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়েছে।

গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি উপলক্ষে ২৫ জানুয়ারি শনিবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের তমালতলা মোড়ে জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়। পথে দয়াময়ী মোড় এবং গেইটপাড়ে পথসভা শেষে অভিযাত্রা সরিষাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

তমালতলা মোড়ে সমাবেশ ও পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা শাখার সভাপতি মোজাহারুল হক মোজা। যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম মাফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি আলী আককাছ ও সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

সমাবেশ ও পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে বৈষম্যবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে।

তারা বলেন, বিগত সরকারের শাসনামলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গিয়েছিল। বেকারত্বের হার বেড়েই চলেছিল। এই ধারা অন্তবর্তীকালীন সরকার এখনও অব্যাহত রেখেছে। আমরা দেখছি কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেলেও ফসলের প্রকৃত দাম পাচ্ছে না। শ্রমজীবী-মেহনতী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু হয়নি। অন্যদিকে ভ্যাট বৃদ্ধির নামে আরেক দফা নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শুধু মূল্যবৃদ্ধি নয়, সারাদেশে সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। মাজারে ও আদিবাসীদের উপর হামলা হয়েছে।

তারা বলেন, বিগত সরকারের সময় পরপর তিনটি নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের গণতন্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে ফেলা হয়েছে। এ কারণেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান বক্তারা। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার কার্যকর করারও দাবি জানান বক্তারা।

গণতন্ত্র অভিযাত্রা প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলসহ বিভিন্ন দাবিতে তিনদিনব্যাপী গণতন্ত্র অভিযাত্রা শুরু করেছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশেই এই অভিযাত্রা শুরু হয়েছে। আমরা জেলা শহর থেকে শুরু করে সরিষাবাড়ীসহ প্রতিটি উপজেলায় পথসভা, মিছিল, লিফলেট বিতরণ করে ২৭ জানুয়ারি সোমবার পুনরায় জামালপুর শহরে এই কর্মসূচি শেষ করা হবে।