জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের একদিন আগেই প্রার্থিতা প্রত্যাহারের দিন ২৪ জানুয়ারি শুক্রবার সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক এস এম ইব্রাহীম হোসাইন লেবু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠ ও ডেইলি অবজারভারের সাংবাদিক কবি-প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সরিষাবাড়ী প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন ২৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাকি সাতটি পদ পরবর্তীতে ক্লাবের সদস্যদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে মনোনীত করার কথা রয়েছে।
সরিষাবাড়ী প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ডেইলি স্টারের সাংবাদিক শহিদুল ইসলাম নিরব।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২২ জানুয়ারি বুধবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দিনে সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক বাদশা ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে এই পদে দৈনিক মানবকন্ঠের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর একক প্রার্থী রয়ে যান।
অপরদিকে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির দিনে সভাপতি প্রার্থী এস এম ইব্রাহীম হোসেন লেবু অন্য প্রার্থী সোলায়মান হোসেন হরেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে তদন্তে এর সত্যতা পায় নির্বাচন পরিচালনা কমিটি। ঐদিন নির্বাচনের আচরণবিধি লংঘনের অভিযোগে সভাপতি পদের প্রার্থী দৈনিক সমকালের সাংবাদিক সোলায়মান হোসেন হরেকের মনোয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক এস এম ইব্রাহীম হোসাইন লেবু একক প্রার্থী রয়ে যান। এরপর নির্বাচন পরিচালনা কমিটি দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক এস এম ইব্রাহীম হোসাইন লেবুকে সভাপতি এবং দৈনিক মানবকন্ঠের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিষাবাড়ী প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।