৮ ফেব্রুয়ারি শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে মাহমুদপুর বাজারে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিলটি মাহমুদপুর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের পাশে আব্দুল জলিল কারিগরি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য মাহাবুবুর রশীদ বাবলুর পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমান। তিনি বলেন, অনেকদিন পর মেলান্দহ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করার জন্য আমরা মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। ৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলা বিএনপির সম্মেলন সফল করার জন্য মাহমুদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাওলানা মো. আলাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ করিম, জেলা জাসাসের সহ-সভাপতি মাসুদ তালুকদার, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইবাদুর রহমান রোমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল হোসেন লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল ও পথ সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পরে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ্যেষ্ঠ সহোদর আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।