মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাছের চারাও বিতরণ করা হয়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবু হান্নান, সহ-সভাপতি আবুল কাশেম, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল হাসান সাবু, সহ-সাধরণ সম্পাদক জাকির হোসেন, আল আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হোসেন শাহীন, জাহিদ হোসেন জনি, আবু সাঈদ, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সুজন শেখ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুসাব্বির আহাম্মেদ জুয়েল প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।

সভাপতির বক্তব্যে শ্রমিক দল নেতা শেখ আব্দুস সোবহান বলেন, ৫ আগস্টের পর আমরা স্বাধীনভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পালন করতে পারছি। শত প্রতিকূলতার মাঝেও বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুরে ব্যাপক ভূমিকা রেখেছে এবং সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে শ্রমিক দলের নেতাকর্মীরা নিজেদের সর্বশক্তি নিয়ে জামালপুরে অবস্থান নিয়েছে। তার-ই ধারাবাহিকতায় আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হল। সেই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথকে অনুসরণ করে আমরা বাংলাদেশে রাজনীতির চর্চা করবো।
বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সেবা করার যদি সুযোগ পাই, তাহলে শহীদ জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে এই দেশকে একটি স্বনির্ভর, আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।
আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল ও থানা শ্রমিক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।