জামালপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আনসারী ফাউন্ডেশন। ২০ জানুয়ারি সোমবার দুপুরে শহরের মাতৃসদন রোডে আনসারি ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আনসারী ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল আনসারী, কো-ফাউন্ডার ইমরান আনসারী, জারা দোলন আনসারী, সিনিয়র এডভাইজার সাযযাদ আনসারী, ময়না আনসারী ও মৃদুল আনসারী, প্রজেক্ট ম্যানেজার নাজনীন আনসারী, সদস্য অমি আনসারী, মুন আনসারী, আলামিন হাসান, মো. তারেক, পারভেজ সেখ টনি, সামিন ইয়াসার জয়সহ প্রমুখ।
আনসারী ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, আনসারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী ইকবাল আনসারী বাপ্পীর সৌজন্যে প্রতি বছরই আমরা অসহায়, শীতার্তদের পাশে এসে দাঁড়াই। এছাড়াও বিভিন্ন দুর্যোগে মানুষকে সহায়তা করে আনসারী ফাউন্ডেশন।
এসময় তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।