ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে শ্রমিকলীগ নেতার বানোয়াট চাঁদাবাজির মামলা নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল : হাবিব উন নবী খান সোহেল বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আদালত, প্রসিকিউশন, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কাজ করলে জনগণ ন্যায়বিচার পাবে : আইন উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে কোন দুষ্কৃতকারী যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনা শীর্ষ অটো প্রতিষ্ঠান বিওয়াইডি এআই ডিপসিক প্রযুক্তির গাড়ি আনছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রী নির্বাচিত অঘোষিত সেমিফাইনালে ১২ ফেব্রুয়ারি মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা

শামি-বুমরাহকে নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

দুই পেসার মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহকে নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকবেন শুভমান গিল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বশেষ ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন শামি। এরপর গোড়ালি ও হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ঐ সিরিজ দিয়ে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন শামি।

অস্ট্রেলিয়ার সফরে সিরিজের শেষ টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিলো। ফিট হয়ে উঠার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সময় থাকায় দলে রাখা হয়েছে বুমরাহকে।

এদিকে দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। ভারতের ঘরোয়া আসর চলমান বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন অর্শদীপ।

দলে তিন স্পিন ও এক পেস অলরাউন্ডার রেখেছে ভারত। স্পিন বিভাগে আছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

ভারতের ব্যাটিং লাইন-আপে থাকছেন রোহিত, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও যশ্বসী জয়সওয়াল। প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পেলেন জয়সওয়াল।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঋষভ পান্ত ও লোকেশ রাহুলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ইংলিশদের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়। প্রথম দুই ম্যাচে খেলবেন না বুমরাহ। তার জায়গায় দলের সাথে থাকবেন পেসার হার্ষিত রানা।

ইংল্যান্ডের বিপক্ষে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলবে ভারত। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে আছে ভারত। ২০ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে শ্রমিকলীগ নেতার বানোয়াট চাঁদাবাজির মামলা

শামি-বুমরাহকে নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

আপডেট সময় ০৮:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

দুই পেসার মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহকে নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকবেন শুভমান গিল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বশেষ ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন শামি। এরপর গোড়ালি ও হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ঐ সিরিজ দিয়ে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন শামি।

অস্ট্রেলিয়ার সফরে সিরিজের শেষ টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিলো। ফিট হয়ে উঠার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সময় থাকায় দলে রাখা হয়েছে বুমরাহকে।

এদিকে দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। ভারতের ঘরোয়া আসর চলমান বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন অর্শদীপ।

দলে তিন স্পিন ও এক পেস অলরাউন্ডার রেখেছে ভারত। স্পিন বিভাগে আছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

ভারতের ব্যাটিং লাইন-আপে থাকছেন রোহিত, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও যশ্বসী জয়সওয়াল। প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পেলেন জয়সওয়াল।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঋষভ পান্ত ও লোকেশ রাহুলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ইংলিশদের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়। প্রথম দুই ম্যাচে খেলবেন না বুমরাহ। তার জায়গায় দলের সাথে থাকবেন পেসার হার্ষিত রানা।

ইংল্যান্ডের বিপক্ষে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলবে ভারত। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে আছে ভারত। ২০ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।