জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার গুনারীতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গুনারীতলা সামাজিক কল্যাণ ও মানবিক উন্নয়ন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহত্তর ময়মনসিংহ সি এন্ড এফ এমপ্লয়ীজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস সরকার, বিপ্লব মিয়া, নজরুল ইসলাম, মাফিজুর রহমান রঞ্জু, শ্যামল আহমেদ, আল আমিন, রাফিউল নূর আসলাম, সিয়াম, রিফাত, সবুজ, রাজীব, মহব্বত প্রমুখ।

বৃহত্তর ময়মনসিংহ সি এন্ড এফ এমপ্লয়ীজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বাবু জানান, সমাজের পিছিয়ে পড়া গরিব, অসহায় শীতার্ত চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন, গুনারীতলা সামাজিক কল্যাণ ও মানবিক উন্নয়ন সংঘ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। ছোট ছোট উদ্যোগ অনেক বড় দৃষ্টান্ত। আজকে যারা এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে তাদের অনেকেই বেকার, অনেকেই ছাত্র আবার অনেকেই ব্যবসায়ী। এরপরও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।