জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে মরহুম ডাক্তার রিয়াজুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
উপজেলার কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ জানুয়ারি শনিবার উপজেলার কুলকান্দী ইউনিয়নের প্রায় দেড় হাজার রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহেরের সভাপতিত্বে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর ইসলাম।
এ সময় দন্ত চিকিৎসক সাইফ হোসেন নিখিল, শরিফুল ইসলাম ফরহাদ, অনিক ইসলাম, শরিফ খাঁন, কুলকান্দি শামসুন্নাহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।