বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৭ জানুয়ারি শুক্রবার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়ায় নিজ বাড়িতে এ উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কসহ গ্রামবাসী। পরে প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। এরপর সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আমানউল্লাহ কবীর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তার বড় ছেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর, নয়াদিগন্তের সাংবাদিক খাদেমুল হক বাবুল, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের ভাতিজা রফিকুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মৃতি বিজড়িত কর্মময় জীবনী তুলে ধরেন। এ সময় ইন্ডিপেন্ডেট টিভির জামালপুর প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার রেখিরপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ডায়াবেটিক ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকসহ বাংলাদেশ দেশের স্বনামধন্য আরও কয়েকটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমানুল্লাহ কবীর।