‘তারুণ্যের উৎসব’ আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে জামালপুর জিলা স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বালিকা দলে উত্তর আড়ংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানারেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়।

বালক দলের ফাইনাল খেলায় বানারেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে বালিকা দলের উত্তর আড়ংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করে সাইদুর রহমান পল। বালিকা দলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে সানজিদা এবং বালক দলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে শাকিব। চ্যাম্পিয়ন বালক-বালিকা এই দুইটি দল জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ ট্রফি বিতরণ করেন।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, বক্তব্য রাখেন এবং ট্রফি বিতরণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

ইউএনও জিন্নাত শহীদ পিংকি তার বক্তব্যে খুদে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি সাবিনা আর মুন্নার নাম শুনেছ? তারা এতবড় কৃতিত্ব নিয়ে এসেছে আমাদের দেশের জন্য। ভাল ফুটবলার হতে হলে ভাল ফুটবলারদের নাম জানতে হবে। তা হলে তোমরাও ভালো ফুটবলার হতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের নারী ফুটবলারদের অর্জন অনেক বেশি। তারা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়েছে। তাদেরকে ঠিক মত পরিচর্যা করতে পারি নাই। খেলায় হারজিত থাকবে। কেউ কাউকে ইচ্ছাকৃত আঘাত না করে ফুটবল খেলার আহবান জানান তিনি।
জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন ও জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।