জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাইপগান ও কার্তুজসহ একাধিক মামলার আসামি এক দুর্বৃত্তকে ১০ জানুয়ারি শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১১ জানুয়ারি শনিবার দুপুরের দিকে তাকে জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানা পুলিশের একটি দল ১০ জানুয়ারি রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ পৌর এলাকার পাম্পু তোলা চুলকানি বিল এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় সেখান থেকে একাধকি মামলার আসামি দুর্বৃত্ত খোরশেদ আলমকে (৫৪) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান এবং কার্তুজ জব্ধ করা হয়েছে। গ্রেপ্তার খোরশেদ আলম দেওয়ারগঞ্জ পৌরসভার বাদে শশারিয়া ডালবাড়ি এলাকার সামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা ও চোরাচালানের অভিযোগে সাতটি মামলা রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বাংলারচিঠিডটকমকে বলেন, অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার খোরশেদ আলমকে ১১ জানুয়ারি দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।