জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত বেগম হাসনা হেনা মুক্তা ও অধ্যক্ষ মরহুম এম এ বারীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া মাহফিলে কলেজটির প্রতিষ্ঠাতা প্রয়াত বেগম হাসনা হেনা মুক্তা ও প্রয়াত সাবেক অধ্যক্ষ এম এ বারীসহ কলেজটির সাথে জড়িত এমন মৃত্যুবরণকারী কর্মকর্তা, কর্মচারী, পরিচালনা পর্ষদের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুর রউফ। এ সময় ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপিনেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।