ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে ডা. জাকির হোসেনের মহতি উদ্যোগ অপরাজেয়র সংযোগ প্রকল্পের জামালপুর কার্যালয়ে চিকিৎসা শিবির অনুষ্ঠিত জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত চরপাকেরদহ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’: ট্রাম্প জামালপুর সিংহজানি উচ্চবিদ্যালয়ে তারুণ্যমেলা সমাপ্ত শেরপুরে উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিশু কিশোরদের সুরক্ষায় সিভিএ এর প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত

প্রথম স্থান অধিকারী ঘোড়সওয়ার সজনুকে বাইক পুরস্কার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড় উপলক্ষে মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

১০ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি দৌড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণি ও পেশার বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। খেলায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ী, মধুপুর, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ৪০টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা চারটি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহের সজনুর ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিককে একটি ৮০ সিসি হিরো বাইক দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা।ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিযোগীতায় ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এতে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম আর আরিফ প্রমুখ।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকেরা জানান, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছসিত দর্শনার্থীরা। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজনের দাবি তাদের।

ঘোড়া দৌড় দেখতে আসা ডোয়াইল ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের লাকি আক্তার বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে এসেছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক বড় বড় ঘোড়া এসেছে। দেখে অনেক আনন্দ পেয়েছি। এমন আয়োজন যেন প্রতিবছর হয় এটা দাবি তাদের।

প্রতিযোগীরা বলেন, আয়োজন অনেক সুন্দর ছিল। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আগত মানুষদের বিনোদন দিতে পেয়ে খুশি তারাও।

আয়োজক কমিটির সভাপতি ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা তুলে ধরতে এ আয়োজন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকেরা।

জনপ্রিয় সংবাদ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

সরিষাবাড়ীতে শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড় উপলক্ষে মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

১০ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি দৌড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণি ও পেশার বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। খেলায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ী, মধুপুর, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ৪০টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা চারটি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহের সজনুর ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিককে একটি ৮০ সিসি হিরো বাইক দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা।ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিযোগীতায় ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এতে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম আর আরিফ প্রমুখ।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকেরা জানান, দীর্ঘদিন পর ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছসিত দর্শনার্থীরা। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজনের দাবি তাদের।

ঘোড়া দৌড় দেখতে আসা ডোয়াইল ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের লাকি আক্তার বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে এসেছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক বড় বড় ঘোড়া এসেছে। দেখে অনেক আনন্দ পেয়েছি। এমন আয়োজন যেন প্রতিবছর হয় এটা দাবি তাদের।

প্রতিযোগীরা বলেন, আয়োজন অনেক সুন্দর ছিল। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আগত মানুষদের বিনোদন দিতে পেয়ে খুশি তারাও।

আয়োজক কমিটির সভাপতি ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা তুলে ধরতে এ আয়োজন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকেরা।