জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. আবির আহম্মেদ বিপুল।
এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বাবলু সর্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সহিদুর রহমান, শাজাহান মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ইসলামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মো. মিঠুন, যুগ্মআহবায়ক তাকবির খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, আরাফাত রহমান কোকো ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।