জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দলীয় নেতা কর্মীদের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেরুরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়।
মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর। মিলন মেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স।
মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলকের সভাপতিত্বে মিলন মেলার আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলী, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপিরনেতা মনিরুল ইসলাম মনির, বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল আমিন আকন্দ, মেরুরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিছ মন্ডল, মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন , মেরুরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক সুজন নুর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল খালেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
মিলন মেলায় মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। মিলন মেলায় মেরুরচর ইউনিয়নের মিথ্যা মামলায় নির্যাতনের শিকার বিএনপি ও অংগ সংগঠনের ১৪ নেতা-কর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা ও মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মিলন মেলার আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে সকল নেতা কর্মীকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম পরিচালনার আহবান জানান।