জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গেটম্যানের অসতর্কতায় ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড হয়ে গেছে সারবোঝাই ট্রাক। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও চালক শামসুল হক গুরুতর আহত হয়েছেন।
৮ জানুয়ারি বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-তারাকান্দি রেলপথের সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি (তালুকদারবাড়ি) রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেন চালক শামসুল হক (৬৫) জানান, ভুঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেন তালুকদারবাড়ী মোড় রেলক্রসিং পার হওয়ার মুহূর্তে সারবোঝাই একটি ট্রাকও রেললাইন অতিক্রম করছিল। এতে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মুহূর্তেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে ভেঙে খণ্ড-বিখণ্ড এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রেনের চালক আহত হন। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকের খণ্ড-বিখণ্ড অংশগুলো সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ট্রাক চালক মজনু মিয়া ও সহকারীকে উদ্ধার করে ভুঞাপুর পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, ঘোড়াশাল থেকে সারভর্তি ট্রাক (ঢাকা মেট্টো ট ২২-৬৩২২) তারাকান্দির দিকে যাচ্ছিল। এ সময় তালুকদারবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিংয়ের গেটম্যান পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে চান মিয়া উপস্থিত ছিলেন না। ফলে রেলক্রসিংয়ের গেটব্যারিয়ারটি না নামানোয় এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গেটম্যান চান মিয়া জুয়া খেলায় আসক্ত, প্রায়ই তিনি কাজে অবহেলা করে থাকেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গেটম্যান অনুপস্থিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।