শেরপুরের নকলা উপজেলায় বায়ুদূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাওয়ের মেসার্স চমক ব্রিকসকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়্যার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরল ইসলামসহ সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন দেন।