জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. আতাউর রহমান।
জানা গেছে, নবাগত ইউএনও মো. আতাউর রহমান ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। প্রথম কর্মদিবসে নবাগত ইউএনও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস ও মহিউদ্দিন আহমেদ।
নবাগত ইউএনও মো. আতাউর রহমান বলেন, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাব। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবো। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, পশুসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াহিয়া সিদ্দিকী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মো. আতাউর রহমান।