ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজু গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি আওয়ামী লীগনেতা মিজানুর রহমান মিজু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার মিছিলে হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জানুয়ারি রবিবার দিবাগত রাতে পৌর এলাকার সিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেলে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীরা মিছিলের ওপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২ অক্টোবর ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করে মো. অলিল নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলায় পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করা হয়। ৬ জানুয়ারি সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজু গ্রেপ্তার

আপডেট সময় ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার মিছিলে হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জানুয়ারি রবিবার দিবাগত রাতে পৌর এলাকার সিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেলে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীরা মিছিলের ওপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২ অক্টোবর ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করে মো. অলিল নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলায় পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করা হয়। ৬ জানুয়ারি সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।