জামালপুরে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ৪ জানুয়ারি শনিবার সকালে জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ লোটন, প্রাক্তন ছাত্র অধ্যাপক আবু তালেব, বিশ্বজিৎ কুমার সোম, মোস্তাফিদুল হাসান রিপন, চ্যানেল এস এর পরিচালক আল মামুন অটো, মো. সানোয়ারুল ইসলাম সান, তারিকুল ফেরদৌস, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন ও লিংকনসহ অন্যান্য প্রাক্তন ছাত্ররা ৫০০ শীতার্ত অসহায় নারী-পুরুষদের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে সারাদেশের অসহায় মানুষ কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য হতদরিদ্র মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে আমরা দাঁড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা। পরে চার শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।