বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে আয়োজিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)। ৩০ ডিসেম্বর সোমবার জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঢাকার সাইক ক্রিকেটার্স টিমকে ৪৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে জামালপুর ডিএসএ টিম।
৩০ ডিসেম্বর ফাইনাল ম্যাচের শুরুতে টচে জিতেন সাইক ক্রিকেটার্স টিমের অধিনায়ক আবু রেজা। কিন্তু তারা প্রতিপক্ষ জামালপুর ডিএসএ টিমকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেন জামালপুর ডিএসএ টিমের অধিনায়ক সিক্তরা। তাদের ব্যাটার অন্তরের হাফ সেঞ্চুরিসহ ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে দলীয় রান দাঁড়ায় ১৬৭। প্রতিপক্ষ সাইক ক্রিকেটার্সের বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ২৯। তাদের বোলার সবুজ ৩২ রান খরচ করে উইকেট শিকার করেছেন সর্বোচ্চ তিনটি।
জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক আবু রেজার সাইক ক্রিকেটার্স টিম। তারা শুরুটা ভালো করলেও প্রতিপক্ষ জামালপুর ডিএসএ টিমের বোলারদের দাপটে এক ওভার হাতে থাকতেই তারা সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান। তাদের ওপেনিং ব্যাটার সবুজ করেছেন সর্বোচ্চ ৩৬ রান। প্রতিপক্ষের বোলার আহাদ ও রাফি দুটি করে উইকেট শিকার করেন। ৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালপুর ডিএসএ টিম।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী জামালপুর ডিএসএ টিমের ব্যাটার অন্তর। একই টিমের বোলিং অলরাউন্ডার আহাদ হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান শরিফ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ডিএসএ : ২০ ওভারে ১৬৭/৬ (অন্তর ৬১, হোসাইন ১৭, নাঈম ১৬, সিক্ত ১৪, স্রোত* ১৩, আহাদ ১১, সবুজ ৩/৩২, আবু রেজা ২/৮, আতিফ ১/২৬)।
সাইক ক্রিকেটার্স : ১৯ ওভারে ১১৮/১০ ( সবুজ ৩৬, আসিফ ১৮, ইউসুফ ১৪, নাজিবুল ১৩, আবু রেজা ১০; আহাদ ২/১৯, রাফি ২/২৬, তাফিম ১/১৪, শিশির ১/৬, ইয়াসিন ১/২০)।
ফলাফল : জামালপুর ডিএসএ ৪৯ রানে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী টিমের অন্তর।
টুর্নামেন্ট সেরা : ইয়াসিন আহমেদ।
ম্যাচ শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরে জেলা প্রশাসক হাসিনা বেগম। ক্রিকেট সিরিজ আয়োজক জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম ও নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সভাপতি ভরত কুমার শাহী। এছাড়াও জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সরকারি শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন, জামালপুর ডিএসএ সাবেক সহ-সভাপতি আইনজীবী মো. রফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন জামালপুরের সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।
এ সময় নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সভাপতি ভরত কুমার শাহী নেপাল থেকে আনা একটি চাদর উপহার দেন জেলা প্রশাসক হাসিনা বেগমকে এবং একই একাডেমির উপদেষ্টা বুদ্ধি বাহার নেপালি টুপি উপহার দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে। এছাড়াও তারা দুজন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। অপরদিকে নেপালের ওই দুই ক্রিকেট কর্মকর্তাকে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সাইক ক্রিকেটার্স টিমের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্রিকেট সিরিজের চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে ট্রফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ আয়োজন করে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। জামালপুর ডিএসএ টিম, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ও ঢাকা সাইক ক্রিকেটার্স টিম এই সিরিজে অংশ নেয়। সুদূর নেপাল থেকে এসে নিজেদের দুটি ম্যাচে পরাজিত হওয়ায় নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ফাইনালের আগেই সিরিজ থেকে ছিটকে পড়ে।