জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজের তৃতীয় ম্যাচে নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিমকে ৯১ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে ঢাকার সাইক ক্রিকেটার্স টিম। ২৯ ডিসেম্বর রবিবার জামালপুর জিলা স্কুল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। একই মাঠে ৩০ ডিসেম্বর সোমবার ফাইনালে লড়বে জামালপুর ডিএসএ বনাম ঢাকার সাইক ক্রিকেটার্স।
তৃতীয় ম্যাচে টচে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাইক ক্রিকেটার্স টিমের অধিনায়ক রেজা। তারা ২০ ওভারে ৮ উইকটের বিনিময়ে সংগ্রহ করে ১৭০ রান। তাদের ব্যাটার নাজিবুল ২৩ বল থেকে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন। প্রতিপক্ষ নেক্সাস কিক্রেট একাডেমির বোলার প্রশান্ত জিসি, চাউলাজেইন ও সামাদ দুটি করে উইকেট শিকার করেন। বোলাররা দিয়েছেন অতিরিক্ত ২৬ রান।
জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক বিপিনের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম। প্রতিপক্ষ সাইক ক্রিকেটার্সের বোলারদের তোপের মুখে জয়ের আশা গুড়িয়ে যায়। নেক্সাসের ব্যাটাররা তারা ১৩.৫ ওভারে সংগ্রহ করতে পারে ৭৯ রান। তাদের ব্যাটার বিপ্লব করেন সর্বোচ্চ ২২ রান। প্রতিপক্ষ সাইক ক্রিকেটার্সের বোলার ইউছুফ ও তাছফিন সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন। ৯১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ঢাকার সাইক ক্রিকেটার্স। নেক্সাসের ব্যাটার বিপ্লব সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। বোলাররা অতিরিক্ত দিয়েছেন ২১ রান।
ম্যাচসেরা হয়েছেন বিজয়ী টিমের ব্যাটার নাজিবুল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান আনন্দ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন।
ম্যাচ শেষে ম্যাচসেরা ব্যাটার নাজিবুলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জামালপুর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আরিফুল হক সোহাগ ও ক্রীড়া সংগঠক জিল্লুর রহমান তরফদার।
সংক্ষিপ্ত স্কোর :
সাইক ক্রিকেটার্স : ২০ ওভারে ১৭০/৮ (নাজিবুল* ৫১, সবুজ ৩৭, রেজা ২৯, সজিব ১০; প্রশান্ত জিসি ২/১৮, চাউলাজেইন ২/২৭, সামাদ ২/১৯, দাহাল ১/১৩)।
নেক্সাস ক্রিকেটার্স : ১৩.৫ ওভারে ৭৯/১০ (বিপ্লব ২২, বিপিন ১৯; ইউছুফ ৩/৬, তাসফিন ৩/১৫, নাজিম ১/২৩, আতিফ ১/২১, সজিব ১/২)।
ফলাফল : সাইক ক্রিকেটার্স ৯১ রানে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী টিমের ব্যাটার নাজিবুল।
৩০ ডিসেম্বর সোমবার, ফাইনাল ম্যাচ : জামালপুর ডিএসএ বনাম সাইক ক্রিকেটার্স ঢাকা।
জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ প্রতিবেদককে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ আয়োজনে সহযোগিতায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। স্বাগতিক জামালপুর ডিএসএ টিম, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ও ঢাকা সাইক ক্রিকেটার্স টিম এই সিরিজে অংশ নিয়েছে। ৩০ ডিসেম্বর ফাইনালে লড়বে ঢাকার সাইক ক্রিকেটার্স ও জামালপুর ডিএসএ টিম।