ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫,৪৫২.৪২ কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন ইসলামপুর উপজেলা হাসপাতালে রোগীদের ইফতার করালেন বিএনপি নেতা বিপুল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল ভাটারা জামে মসজিদের নির্মাণ কাজ শুরু চেয়ারম্যান পলাতক, প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য আলমগীর বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে মিত্রদের আহ্বান জেলেনস্কির পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকান ফিরছেন পোপ স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল শুরু চ্যাম্পিয়ন কলকাতার

নান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক রাজু আহমেদের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক রাজু আহমেদ, পাশে তার স্ত্রী সাদিয়া আক্তার। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক ৪০তম শিক্ষা ক্যাডার রাজু আহমেদ মোটরসাইকের দুর্ঘটনায় নিহত এবং আরোহী তার স্ত্রী সাদিয়া আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক রাজু আহমেদ ২৮ ডিসেম্বর শনিবার বিকালে জামালপুর সদরের নান্দিনায় তার নিজ বাড়ি থেকে স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেলে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের লাহিড়িকান্দা এলাকায় ঘুরতে যান। এই নবদম্পতি চাকরির সুবাদে জামালপুর শহরে বসবাস করেন। পরে শহরে ফেরার পথে সদর উপজেলার মহেশপুর কালিবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে যান তার স্ত্রী সাদিয়া আক্তার। পেছনে তাকানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাজু আহমেদ। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাজু আহমেদ। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান রাজু আহমেদ।

নিহতদের আত্মীয় ডা. হিমেল জানান, রাজু-সাদিয়ার বিয়ে বছরখানেক আগে হয়েছে। রাজু আহমেদ ৪০তম বিসিএসের শিক্ষা ক্যাডার থেকে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে চাকরি করছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, এটি আসলে একটি দুর্ঘটনা মাত্র। নিহতের মরদেহ তার পরিবারের স্বজনেরা নিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি নিহতের পরিবার।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫,৪৫২.৪২ কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন

নান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক রাজু আহমেদের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

আপডেট সময় ০৪:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

জামালপুর সদর উপজেলায় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক ৪০তম শিক্ষা ক্যাডার রাজু আহমেদ মোটরসাইকের দুর্ঘটনায় নিহত এবং আরোহী তার স্ত্রী সাদিয়া আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক রাজু আহমেদ ২৮ ডিসেম্বর শনিবার বিকালে জামালপুর সদরের নান্দিনায় তার নিজ বাড়ি থেকে স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেলে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের লাহিড়িকান্দা এলাকায় ঘুরতে যান। এই নবদম্পতি চাকরির সুবাদে জামালপুর শহরে বসবাস করেন। পরে শহরে ফেরার পথে সদর উপজেলার মহেশপুর কালিবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে যান তার স্ত্রী সাদিয়া আক্তার। পেছনে তাকানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাজু আহমেদ। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাজু আহমেদ। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান রাজু আহমেদ।

নিহতদের আত্মীয় ডা. হিমেল জানান, রাজু-সাদিয়ার বিয়ে বছরখানেক আগে হয়েছে। রাজু আহমেদ ৪০তম বিসিএসের শিক্ষা ক্যাডার থেকে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে চাকরি করছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, এটি আসলে একটি দুর্ঘটনা মাত্র। নিহতের মরদেহ তার পরিবারের স্বজনেরা নিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি নিহতের পরিবার।