‘প্রগতির পথে ছুটে চলা দুর্বার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার মানবিক উন্নয়ন ভাবনা (মোভ) নামে একটি সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যারাথনের উদ্বোধন করেন। এতে বিভিন্ন বয়সের দেড় শতাধিক অ্যাথলেট অংশগ্রহণ করে।
উপজেলার বিভিন্ন সড়কে ছয় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জ এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ ছায়ানীড় সংঘের সভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, ছায়ানীড় সংঘের সাধারণ সম্পাদক শিবলুল বারী রাজু, মোখলেছুর রহমান, মায়া চক্রবর্তী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে ম্যারাথন আয়োজন করা হয়েছে। নিয়ম-শৃঙ্খলা অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করতে পারব। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে সুগঠিত ও নিরোধ রাখতে ভূমিকা রাখে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।