ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট : ‍দ্বিতীয় ম্যাচেও জামালপুর ডিএসএ টিমের জয়

ম্যাচসেরা ইয়াসিনের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফিন আক্তার মনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকার সাইক ক্রিকেটার্স টিমকে ৫৬ রানের ব্যবধানে পরাজিত করেছে জামালপুর ডিএসএ টিম। ২৮ ডিসেম্বর শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টচে জিতে জামালপুর ডিএসএ টিমকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক শাহেদ সিদ্দিকীর ঢাকার সাইক ক্রিকেটার্স টিম। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক প্রত্যয়ের জামালপুর ডিএসএ টিম ২০ ওভারে ৮ উইকটের বিনিময়ে সংগ্রহ করে ১৬৫ রান। তাদের ব্যাটার সিক্ত সর্বোচ্চ ৩১ রান করেন। প্রতিপক্ষ সাইক ক্রিকেটার্সের বোলার আলিফ ২৯ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। বোলারটা অতিরিক্ত রান দিয়েছেন ২৪টি।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সাইক ক্রিকেটার্স টিম। প্রতিপক্ষের বোলিং তোপের মুখে পুরো ২০ ওভার খেলেও জয়ের লক্ষ্যে পৌছুতে পারেনি সাইক ক্রিকেটার্স। তারা ৮ উইকেটের বিনিময়ে ১০৯ করে ম্যাচ হেরে মাঠ ছাড়েন। এতে ৫৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠেছে জামালপুর ডিএসএস টিম। সাইক ক্রিকেটার্স টিমের শাহেদ সর্বোচ্চ ৪০ রান করেন। অপরদিকে বোলার ইয়াসিন শিকার করেছেন সর্বোচ্চ দুটি উইকেট। বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১০টি।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী অলরাউন্ডার ইয়াসিন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান আনন্দ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ডিএসএ : ২০ ওভারে ১৬৫/৮ (সিক্ত ৩১, ইয়াসিন ২৪*, হুসাইন ২১, প্রত্যয় ১৬, অন্তর ১০; আলিফ ৩/২৯, ইউসুফ ১/৩৮, ওয়াসি ১/৪৩, নাজিম ১/২৪, শাহেদ ১/৪)।

সাইক ক্রিকেটার্স : ২০ ওভারে ১০৯/৮ ( শাহেদ ৪০, নাজিবুল ২৪, সজিব ১৩; ইয়াসিন ২/১২, প্রত্যয় ১/২০, সিক্ত ১/৩, তাফিম ১/১৮, অন্তর ১/১৮)

ফলাফল : জামালপুর ডিএসএ ৫৬ রানে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী দলের অলরাউন্ডার ইয়াসিন।

২৯ ডিসেম্বরের ম্যাচ : ঢাকার সাইক ক্রিকেটার্স টিম বনাম নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম। এই ম্যাচে বিজয়ী টিম ৩০ ডিসেম্বর ফাইনাল ম্যাচে লড়বে জামালপুর ডিএসএ টিমের সাথে।

জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ প্রতিবেদককে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ আয়োজনে সহযোগিতায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। স্বাগতিক জামালপুর ডিএসএ টিম, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ও ঢাকা সাইক ক্রিকেটার্স টিম এই সিরিজে অংশ নিয়েছে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জামালাপুর জিলা স্কুল মাঠে। ৩০ ডিসেম্বর সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগের খবরটি পড়তে পারেন : জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে নেপালকে হারিয়েছে জামালপুর

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট : ‍দ্বিতীয় ম্যাচেও জামালপুর ডিএসএ টিমের জয়

আপডেট সময় ১১:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকার সাইক ক্রিকেটার্স টিমকে ৫৬ রানের ব্যবধানে পরাজিত করেছে জামালপুর ডিএসএ টিম। ২৮ ডিসেম্বর শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টচে জিতে জামালপুর ডিএসএ টিমকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক শাহেদ সিদ্দিকীর ঢাকার সাইক ক্রিকেটার্স টিম। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক প্রত্যয়ের জামালপুর ডিএসএ টিম ২০ ওভারে ৮ উইকটের বিনিময়ে সংগ্রহ করে ১৬৫ রান। তাদের ব্যাটার সিক্ত সর্বোচ্চ ৩১ রান করেন। প্রতিপক্ষ সাইক ক্রিকেটার্সের বোলার আলিফ ২৯ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। বোলারটা অতিরিক্ত রান দিয়েছেন ২৪টি।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সাইক ক্রিকেটার্স টিম। প্রতিপক্ষের বোলিং তোপের মুখে পুরো ২০ ওভার খেলেও জয়ের লক্ষ্যে পৌছুতে পারেনি সাইক ক্রিকেটার্স। তারা ৮ উইকেটের বিনিময়ে ১০৯ করে ম্যাচ হেরে মাঠ ছাড়েন। এতে ৫৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠেছে জামালপুর ডিএসএস টিম। সাইক ক্রিকেটার্স টিমের শাহেদ সর্বোচ্চ ৪০ রান করেন। অপরদিকে বোলার ইয়াসিন শিকার করেছেন সর্বোচ্চ দুটি উইকেট। বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১০টি।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী অলরাউন্ডার ইয়াসিন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান আনন্দ ও মো. ফুয়াদ হাসান। এতে স্কোরারের দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ডিএসএ : ২০ ওভারে ১৬৫/৮ (সিক্ত ৩১, ইয়াসিন ২৪*, হুসাইন ২১, প্রত্যয় ১৬, অন্তর ১০; আলিফ ৩/২৯, ইউসুফ ১/৩৮, ওয়াসি ১/৪৩, নাজিম ১/২৪, শাহেদ ১/৪)।

সাইক ক্রিকেটার্স : ২০ ওভারে ১০৯/৮ ( শাহেদ ৪০, নাজিবুল ২৪, সজিব ১৩; ইয়াসিন ২/১২, প্রত্যয় ১/২০, সিক্ত ১/৩, তাফিম ১/১৮, অন্তর ১/১৮)

ফলাফল : জামালপুর ডিএসএ ৫৬ রানে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী দলের অলরাউন্ডার ইয়াসিন।

২৯ ডিসেম্বরের ম্যাচ : ঢাকার সাইক ক্রিকেটার্স টিম বনাম নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম। এই ম্যাচে বিজয়ী টিম ৩০ ডিসেম্বর ফাইনাল ম্যাচে লড়বে জামালপুর ডিএসএ টিমের সাথে।

জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এ প্রতিবেদককে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ আয়োজনে সহযোগিতায় রয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। স্বাগতিক জামালপুর ডিএসএ টিম, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি টিম ও ঢাকা সাইক ক্রিকেটার্স টিম এই সিরিজে অংশ নিয়েছে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে জামালাপুর জিলা স্কুল মাঠে। ৩০ ডিসেম্বর সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগের খবরটি পড়তে পারেন : জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে নেপালকে হারিয়েছে জামালপুর