জামালপুর পৌরসভার ভাঙ্গারি ব্যবসায়ীদের ব্যবসার মানোন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশন।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের সর্দারপাড়ায় ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় ফার্স্ট মেক্সিক্যান হট সাবওয়ে কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাস ভাঙ্গারি ব্যবসার ভিজুয়াল ধারণাপত্র উপস্থাপন করেন। পরে ব্যবসায় উন্নতি ও বাজার সংযোগ বিষয়ে কর্মশালায় অংশ নেয়া ২০ জন ভাঙ্গারি ব্যবসায়ীদের হাতেকলমে প্রশিক্ষণ দেন তিনি।
প্রশিক্ষণে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, ভাঙ্গারি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সদস্য কেরামত আলী বক্তব্য রাখেন।