বিস্ফোরক মামলায় জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ ডিসেম্বর সোমবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান চৌধুরী শাহীন, কাছিমার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান হক ও ব্যবসায়ী ফজলুল হককে গ্রেপ্তার করে।
উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক ও ভাঙচুরে ১৬ ডিসেম্বর রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের আইডি থেকে ঝটিকার মিছিলের ভিডিও পাওয়া যায়। এতে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারিপাড়া এলাকায় ঝটিকা মিছিলে যুবলীগ কর্মী এস কে সুজন খাঁনের নেতৃত্বে সভারচর দাখিল মাদরাসা শহিদ মিনার থেকে বের হয়ে কারিপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার এসে মিছিলটি শেষ করে।
তাদের ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’-সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘জয় বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’,-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক সভাপতি গোয়ালেরচর ইউনিয়নের হাফিজুর বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরও ২০০/২২০ আওয়ামী লীগ নেতার নামে এজাহার দায়ের করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, বিস্ফোরক ও ভাঙচুরে ১৬ ডিসেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিস্ফোরক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।