ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে কৃষকদলের পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।

এরপর পৌর কৃষকদলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রসিদ সাদা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল হক মনজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র, এ কে এম মুছা, মো. মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ১ নম্বর আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক আলতাব হোসেন, পৌর যুব দলের ১ নম্বর আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সচিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নেই। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তারা ক্ষমতায় থেকে সব সেক্টরে দুর্নীতি করেছে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেন।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর রাতে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে কৃষকদলের পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।

এরপর পৌর কৃষকদলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রসিদ সাদা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল হক মনজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র, এ কে এম মুছা, মো. মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ১ নম্বর আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক আলতাব হোসেন, পৌর যুব দলের ১ নম্বর আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সচিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নেই। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তারা ক্ষমতায় থেকে সব সেক্টরে দুর্নীতি করেছে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেন।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর রাতে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।