‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার/ বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এতে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার।
সেবা সপ্তাহে উদ্বোধনী দিনের বিকালে স্থানীয় অংশীজন হিসেবে এনজিওদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, এসপিকের প্রধান নির্বাহী এনামুল হক, এএসপিএস এর নির্বাহী পরিচালক জাহিদ হোসেন, সূর্য তরুণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।
সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জেলায় কর্মরত এনজিওগুলো প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় বিশের ভূমিকা রাখতে পারে। বেসরকারি সংস্থাগুলোর তৃণমূল পর্যায়ে জনমানুষের সাথে নিবিড় সম্পৃক্ততা আছে।
তারা বিভিন্ন সভা, সমাবেশ, উঠান বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গমনের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং দালালদের হয়রানীর ও প্রতারণার হাত থেকে রক্ষায় পদক্ষেপ নিতে পারে। তিনি বিদেশ গমনেচ্ছু কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভা সূত্র জানায়।