ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ মেলান্দহে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মিছিল, পথসভা অনুষ্ঠিত চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক এম সুলতান আলম মৃত্যুপথযাত্রী বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে ১০ ডিসেম্বর মঙ্গলবার জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন-উইমেনের অর্থায়নে পরিচালিত সংযোগ প্রকল্প এ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির প্রতিপাদ্য হলো ‘প্রতি ১১ মিনিটে একজন নারী মারা যায়, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে এক হই।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের জামালপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত। ছবি : মোস্তফা মনজু

পরে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মোবাশ্বিরা হক, জামালপুর জেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত, অপারাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের প্রধান কার্যালয়ের সমন্বয়কারী ফারজানা বাসার তন্নী, অপরাজেয় বাংলাদেশের জামালপুর সেন্টার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মোবাশ্বিরা হক। ছবি : বাংলারচিঠিডটকম

সংযোগ প্রকল্পভুক্ত নারী যৌনকর্মীদের উদ্দেশ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই আমি আপনাদের অবস্থান ও জীবনযাত্রা সম্পর্কে খুব কাছে থেকে দেখেছি। আপনাদের অনেক সমস্যার মধ্যে নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তার কথাই বলে আসছেন দীর্ঘদিন ধরে। আপনাদের মধ্যে কেউ প্রতিবন্ধী থাকলে তালিকা দিবেন। আজকে দিবেন আজকেই ভাতার ব্যবস্থা করে দিবো। আপনাদের শিশুদের যদি সরকারি শিশু পরিবারে বা শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখতে চান সেখানেও আমি ব্যবস্থা করে দিতে পারবো।

তিনি আরও বলেন, সরকারের অনেক প্রকল্পের সুবিধা পেতে ভোটার আইডি লাগে। অন্যান্য প্রয়োজনীয় তথ্য লাগে। সেগুলোর কারণে হয়তো আপনারা অনেক সুযোগ সুবিধা আদায় করতে পারছেন না। কিন্তু জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা বিভাগ, নির্বাচন অফিসসহ সবাই আপনাদের আগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা দিতে আগ্রহী। সংযোগ প্রকল্পের প্রতিনিধিসহ আমরা সবাই মিলে আপনাদের ভোটার আইডি করা এবং ভোটার আইডি স্থানান্তর করে এখানে আনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। যুব উন্নয়ন থেকে সেলাই প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ নিতে চাইলে সেই ব্যবস্থাও করা যাবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনে আমরা যারা আছি আপনাদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সংযোগ প্রকল্পের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সংযোগ প্রকল্পভুক্ত নারী যৌনকর্মীদের উদ্দেশ্যে ডা. মোবাশ্বিরা হক বলেন, প্রতি ১১ মিনিটে একজন করে নারী মারা যান-কথাটি কিন্তু স্বাভাবিক মৃত্যুর কথা নয়। এখানে সহিংসতার কারণে যে নারীগুলো মারা যায় তাদের কথা বলা হয়েছে। নারীদের প্রতি সহিংসতা শুধু কর্মক্ষেত্রে তা নয়। এটা হচ্ছে যেকোনো ক্ষেত্রেই নারীরা হয়রানির শিকার হচ্ছেন, হতে পারেন। নারীর প্রতি সহিংসতা কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শুরু হয়। কন্যাশিশু নিয়ে অনেকেরই অনাগ্রহ থাকে। এই সহিংসতা রুখতে হলে মেয়েদের শিক্ষিত হতে হবে। একজন মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানও শিক্ষিত হবে। তার ছেলে এবং মেয়ের মধ্যে কখনোই তিনি অসমতা করবেন না। মেয়েরা চাইলে পারে না এমন কিছুই নেই। চাইলে সবই সম্ভব। আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনের মাধ্যমে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের সাথে আলোচনা করে সব ধরনের সহযোগিতা করা হবে।

এছাড়াও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত সংযোগ প্রকল্পের নারীদের ভোটার আইডির গুরুত্ব ও এ বিষয়ে করণীয় বিস্তারিত তুলে ধরেন। তিনি জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে ভোটার আইডি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপিত

আপডেট সময় ১১:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে ১০ ডিসেম্বর মঙ্গলবার জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন-উইমেনের অর্থায়নে পরিচালিত সংযোগ প্রকল্প এ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির প্রতিপাদ্য হলো ‘প্রতি ১১ মিনিটে একজন নারী মারা যায়, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে এক হই।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের জামালপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত। ছবি : মোস্তফা মনজু

পরে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মোবাশ্বিরা হক, জামালপুর জেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত, অপারাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের প্রধান কার্যালয়ের সমন্বয়কারী ফারজানা বাসার তন্নী, অপরাজেয় বাংলাদেশের জামালপুর সেন্টার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মোবাশ্বিরা হক। ছবি : বাংলারচিঠিডটকম

সংযোগ প্রকল্পভুক্ত নারী যৌনকর্মীদের উদ্দেশ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই আমি আপনাদের অবস্থান ও জীবনযাত্রা সম্পর্কে খুব কাছে থেকে দেখেছি। আপনাদের অনেক সমস্যার মধ্যে নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তার কথাই বলে আসছেন দীর্ঘদিন ধরে। আপনাদের মধ্যে কেউ প্রতিবন্ধী থাকলে তালিকা দিবেন। আজকে দিবেন আজকেই ভাতার ব্যবস্থা করে দিবো। আপনাদের শিশুদের যদি সরকারি শিশু পরিবারে বা শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখতে চান সেখানেও আমি ব্যবস্থা করে দিতে পারবো।

তিনি আরও বলেন, সরকারের অনেক প্রকল্পের সুবিধা পেতে ভোটার আইডি লাগে। অন্যান্য প্রয়োজনীয় তথ্য লাগে। সেগুলোর কারণে হয়তো আপনারা অনেক সুযোগ সুবিধা আদায় করতে পারছেন না। কিন্তু জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা বিভাগ, নির্বাচন অফিসসহ সবাই আপনাদের আগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা দিতে আগ্রহী। সংযোগ প্রকল্পের প্রতিনিধিসহ আমরা সবাই মিলে আপনাদের ভোটার আইডি করা এবং ভোটার আইডি স্থানান্তর করে এখানে আনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। যুব উন্নয়ন থেকে সেলাই প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ নিতে চাইলে সেই ব্যবস্থাও করা যাবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনে আমরা যারা আছি আপনাদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সংযোগ প্রকল্পের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সংযোগ প্রকল্পভুক্ত নারী যৌনকর্মীদের উদ্দেশ্যে ডা. মোবাশ্বিরা হক বলেন, প্রতি ১১ মিনিটে একজন করে নারী মারা যান-কথাটি কিন্তু স্বাভাবিক মৃত্যুর কথা নয়। এখানে সহিংসতার কারণে যে নারীগুলো মারা যায় তাদের কথা বলা হয়েছে। নারীদের প্রতি সহিংসতা শুধু কর্মক্ষেত্রে তা নয়। এটা হচ্ছে যেকোনো ক্ষেত্রেই নারীরা হয়রানির শিকার হচ্ছেন, হতে পারেন। নারীর প্রতি সহিংসতা কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শুরু হয়। কন্যাশিশু নিয়ে অনেকেরই অনাগ্রহ থাকে। এই সহিংসতা রুখতে হলে মেয়েদের শিক্ষিত হতে হবে। একজন মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানও শিক্ষিত হবে। তার ছেলে এবং মেয়ের মধ্যে কখনোই তিনি অসমতা করবেন না। মেয়েরা চাইলে পারে না এমন কিছুই নেই। চাইলে সবই সম্ভব। আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জনের মাধ্যমে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের সাথে আলোচনা করে সব ধরনের সহযোগিতা করা হবে।

এছাড়াও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মফিদুল ইসলাম রাহাত সংযোগ প্রকল্পের নারীদের ভোটার আইডির গুরুত্ব ও এ বিষয়ে করণীয় বিস্তারিত তুলে ধরেন। তিনি জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে ভোটার আইডি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।