গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরের নকলায় ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজটির সামনে নকলা-চন্দ্রকোনা সড়কের প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল সরকার, কলেজ ছাত্রদলের সভাপতি শাহ শরিফুল আলম, সাধারণ সম্পাদক জালাল সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক ছানোয়ার হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম রিজনসহ শিক্ষার্থীরা অংশ নেন।