ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ মেলান্দহে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মিছিল, পথসভা অনুষ্ঠিত চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক এম সুলতান আলম মৃত্যুপথযাত্রী বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

জামালপুরে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার পৌর শহরের রশিদপুর এলাকায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে স্বপ্ন শিশু কল্যাণ সংগঠন।

জামালপুর পৌর শাখার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল আওয়াল সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল-মাসুদ।

এছাড়াও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্বপ্ন শিশু কল্যাণ সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সাংগঠনিক সম্পাদক বিজয় হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে বিকল্প কোন ব্যবস্থা নেই, রক্তের প্রয়োজনে একমাত্র বিকল্প রক্ত। তাই সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে, এ ব্যাপারে সবাইকে মানবিকভাবে সহায়তা করা উচিত। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব, তাই এ সম্পর্কে আমাদের জানতে হবে।

তারা আরও বলেন, শিশুদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি একটি ব্যাতিক্রম উদ্যোগ, এর ফলে শৈশব থেকেই রক্তদান সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে।

পরে দি সাউথ ভিউ হসপিটাল ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সহযোগীতায় দিনব্যাপী দুইশতাধিক শিশু-কিশোরের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

জামালপুরে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় ১০:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

জামালপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার পৌর শহরের রশিদপুর এলাকায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে স্বপ্ন শিশু কল্যাণ সংগঠন।

জামালপুর পৌর শাখার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল আওয়াল সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল-মাসুদ।

এছাড়াও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্বপ্ন শিশু কল্যাণ সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সাংগঠনিক সম্পাদক বিজয় হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে বিকল্প কোন ব্যবস্থা নেই, রক্তের প্রয়োজনে একমাত্র বিকল্প রক্ত। তাই সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে, এ ব্যাপারে সবাইকে মানবিকভাবে সহায়তা করা উচিত। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব, তাই এ সম্পর্কে আমাদের জানতে হবে।

তারা আরও বলেন, শিশুদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি একটি ব্যাতিক্রম উদ্যোগ, এর ফলে শৈশব থেকেই রক্তদান সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে।

পরে দি সাউথ ভিউ হসপিটাল ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সহযোগীতায় দিনব্যাপী দুইশতাধিক শিশু-কিশোরের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।