জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম ইসলামপুর উপজেলায় মতবিনিময়, পরিচিতি সভা, থানা পরিদর্শন ও পৌরসভার ভাসমান ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেছেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও পরিচিতি সভা করেন।
এ সময় ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় আটজন ভিক্ষুককে মনোহারী সামগ্রী ও তিনজন ভিক্ষুককে তিনটি করে ছাগল বিতরণ শেষে থানা ও পৌরসভা পরিদর্শন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ভাসমান ডাস্টবিন স্থাপনের শুভ উদ্বোধন করেন। তিনি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।