‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, আইনজীবী শহিদ বিন সজিব প্রমুখ।