জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪০টি এতিম ও দুস্থ শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত মাদরাসায় সৌদি সরকারের দেওয়া উপহার (দুম্বার মাংস) বিতরণ করা হয়েছে।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত ৭ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এসব দুম্বার মাংস বিতরণ করেন।
দুম্বার মাংস বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন-সহ মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন জানান, যেসব মাদরাসায় লিল্লাহ বডিং হিসেবে ব্যবহৃত হয় সেসব মাদরাসার শিক্ষার্থীদের জন্য ২৮০ প্যাকেট মাংস বিতরণ করা হয়েছে।