জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা সুগার মিলে চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৬৭তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকালে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
আখ মাড়াই মৌসুম উদ্বোধন উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. লিপিকা ভদ্র মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। আলোচনা সভায় তিনি বলেন, কৃষকদের আখ চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন উপকরণ সামগ্রী ও ভর্তুকি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। আগ্রহ দিন দিন বৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। বন্ধ মিলগুলো চালু করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আখ চাষী দলিলুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ, পৌর বিএনপি আহ্বায়ক মনজুরুল হক মনজু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম।
জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। আশা করছি চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ২০২৪-২৫ অর্থ বছরে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে, এতে প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার চিনি বিক্রি হতে পারে।
এসময় মিলের অন্যান্য কর্মকর্তা ও আখচাষী-সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।