ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দলে ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেননি। সে দায়িত্ব আজ আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমনভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে পঞ্চাশ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেই দায়িত্ব এমনভাবে নিতে হবে যেন সারা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, বাংলাদেশের ছাত্র-জনতা এমন বিপ্লব ঘটিয়েছে, যে বিপ্লব গত দুই শতাব্দিতে পৃথিবীর ইতিহাসে ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এমনটি ঘটেনি মাত্র পঁচিশ দিনে একটি সরকারের পতন হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই সরকার চারমাস অতিবাহিত করার পরেও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনো কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি সেই গতিতে তারা বেশামাল অবস্থাই দিন কাটায়। ৫ আগস্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? প্রশ্ন করেন তিনি। এই অবস্থার ভেতরে আমরা যে সরকারের সমালোচনা করতে পারছি এটাই প্রাথমিক সফলতা বলে আমি মনে করছি।

৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান, মশিউর আমিন, ইসতিয়াক আহমেদ শিহাব, জেলা কমিটির সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান

আপডেট সময় ১১:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দলে ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেননি। সে দায়িত্ব আজ আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমনভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে পঞ্চাশ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেই দায়িত্ব এমনভাবে নিতে হবে যেন সারা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, বাংলাদেশের ছাত্র-জনতা এমন বিপ্লব ঘটিয়েছে, যে বিপ্লব গত দুই শতাব্দিতে পৃথিবীর ইতিহাসে ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এমনটি ঘটেনি মাত্র পঁচিশ দিনে একটি সরকারের পতন হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই সরকার চারমাস অতিবাহিত করার পরেও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনো কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি সেই গতিতে তারা বেশামাল অবস্থাই দিন কাটায়। ৫ আগস্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? প্রশ্ন করেন তিনি। এই অবস্থার ভেতরে আমরা যে সরকারের সমালোচনা করতে পারছি এটাই প্রাথমিক সফলতা বলে আমি মনে করছি।

৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান, মশিউর আমিন, ইসতিয়াক আহমেদ শিহাব, জেলা কমিটির সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।