জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাতে হবে। নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। ক্লাসের বইয়ের বাইরেও যত বেশি সম্ভব বই পড়তে হবে। সংবাদপত্র পড়ার অভ্যাস রাখতে হবে। কারণ আশেপাশে কী হচ্ছে তা জানা খুবই জরুরি। মোবাইল ব্যবহারের অনুমতি থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের কাছেই থাকতে হবে। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
ব্র্যাকের ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে জাতীয় যুবদিবস উপলক্ষে আলোচনা সভা ও ইউথ গ্রুপের সদস্যদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইফতেখার ইউনুস এসব কথা বলেন। অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রে ৪ ডিসেম্বর বুধবার বিকালে ব্র্যাকের ‘এখন এখানে, এখনই’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইফতেখার ইউনুস আরও বলেন, বাচ্চাদের যেটা প্রথমেই শেখাতে হবে সেটা হলো বিনয়ী হওয়া এবং নিজেকে ছোট না ভাবা। আবার এই বিনয়ীর সুযোগ নিয়ে কেউ নেতিবাচক কিছু বললে ভয়ে শঙ্কা পেয়ে নিজের মধ্যে গুটিয়ে যাওয়া যাবে না। আবার প্রতিউত্তরও করা যাবে না। নিজেকে এমনভাবে উন্নতি করতে হবে, যখন বাচ্চারা যোগ্যতা অর্জন করবে, তখন যেন ওই লোকগুলো আর কোন নেতিবাচক কথা বলার চিন্তাও না করে। ছোট বলে কটু কথা বলার সুযোগও যেন না পায়। নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
ব্র্যাক জামালপুরের জেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন ও অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রের পরিচালক মো. আশরাফুল ইসলাম। আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের ইউথ গ্রুপের সদস্য অলি ইসলাম ফাহিম। আলোচনা সভা শেষে অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
পরে ব্র্যাকের ক্ষমতায়ন কর্মসূচির ‘এখন এখানে, এখনই’ প্রকল্পের সাথে যুক্ত ইউথ গ্রুপের সদস্য ও অপরাজেয় বাংলাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি ওমর ফারুক।