জামালপুর পৌরসভায় বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের উদ্যোগে স্যানিটেশন উপ-আইন প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ফয়সাল বকশী, কনজারভেন্সি ইন্সপেক্টর মাহবুবুল আলম মঞ্জু ও পৌরসভার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ।
এছাড়া সভায় এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের ফিল্ড অফিসার মাজহারুল ইসলাম, আইডিই বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাসা ফাউন্ডেশন জামালপুরের সিটি কো-অর্ডিনেটর অসীম চন্দ্র দাস।
সভা সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনের সেন্ট্রাল ওয়াশ কো-অর্ডিনেটর প্রিন্স দে রনি। তিনি উপ-আইন সম্পর্কিত বিভিন্ন ধাপ ও তথ্য উপস্থাপন করেন।
সভায় উপ-আইন পৌরসভার শহর সমন্বয় কমিটি সভায় উপস্থাপন করাসহ পৌর স্যানিটেশন উপ-আইন প্রণয়ন পদ্ধতি বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।