শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. দেওয়ান গোলাম মাছুম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুল হক তালুকদার চান মিয়া, জামায়েত ইসলামের উপজেলা আমির মো. গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া।
এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।